Coinbase হচ্ছে সবধরনের Crypto Currrency (Bitcoin, Litecoin, Ethereum ect.) জমা রাখা ও লেনদেন করার একটি সাইট। আপনি যেমন ব্যাংকে টাকা রেখে থাক...
Coinbase হচ্ছে সবধরনের Crypto Currrency (Bitcoin, Litecoin, Ethereum ect.) জমা রাখা ও লেনদেন করার একটি সাইট। আপনি যেমন ব্যাংকে টাকা রেখে থাকেন ঠিক তেমনি এই Coinbase হবে আপনার অনলাইন Cryptocurrency Bank যেখানে ডিজিটাল মুদ্রা জমা থাকবে আপনি যখন খুশী এখান থেকে লেনদেন করতে পারবেন।
একাউন্ট তৈরী করা ও Bitcoin/Wallet Address পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন :
★ প্রথমে Browser থেকে নিচের লিংকে প্রবেশ করুন।
★ তারপর আপনার First Name, Last Name, Email Address এবং Password দিয়ে Captcha Verify করে Sign Up বাটনে ক্লিক করুন।
★ আপনার Email Address এ একটা Confirmation message যাবে।
★ Confirmation মেইলটি ওপেন করে Verify Email Address এ ক্লিক করুন। আপনার Browser এ একটি নতুন ট্যাব খুলবে এবং ভেরিফাই হয়ে যাবে।
★ উপরের মত Dashboard আসলে বুঝে নিবেন একাউন্ট তৈরী হয়ে গেছে।
এবার আপনি তাদের অফিশিয়াল Android App ডাউনলোড করে নিন নিচের থেকে।
ডাউনলোড হয়ে গেলে Coinbase App এ প্রবেশ করুন।
Login এ ক্লিক করুন এবং আপনার তথ্য দিয়ে Login এবং জিমেইল ভেরিফাই করে ফেলুন তারপর নিচের মত আসবে।
Accounts এ ক্লিক করুন।
BTC Wallet এ ক্লিক করুন।
উপরের ছবিতে দেখানো QR-Scan আইকনে ক্লিক করুন।
I Understand আসলে তাতে ক্লিক করুন দেখবেন উপরের মত Wallet Address পেয়ে যাবেন।
এবার যেভাবে আপনার Coinbase Account যুক্ত করবেন FaucetHub এর সাথে মাইক্রো পেমেন্ট অথবা আমাদের সাথে কাজ করার জন্য নিচের পোষ্টে বিস্তারিত দেওয়া আছে।
তাহলে এখনকার মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
সৌজন্যে: Cyber Prince











COMMENTS